বিপত্তারিণী মন্ত্র: ব্রতেরমন্ত্র,পুষ্পাঞ্জলি,প্রণাম মন্ত্র

বিপত্তারিণী মন্ত্রবিপত্তারিণী পূজা,যা সাধারণত দুর্গা পূজার একটি অংশ হিসেবে পালন করা হয়, বাংলায় বিশেষ গুরুত্ব বহন করে। বিপত্তারিণী মন্ত্রের উচ্চারণের মাধ্যমে ভক্তরা জীবনের বিভিন্ন বিপদ ও সমস্যার থেকে রক্ষা প্রার্থনা করেন। এই মন্ত্রের জপ আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে

বিপত্তারিণী মন্ত্র: ব্রতেরমন্ত্র,পুষ্পাঞ্জলি,প্রণাম মন্ত্র

বিপত্তারিণী ব্রতের মন্ত্র

মাসি পূণ্যতমে
বিপ্রমাধবে মাধবপ্রিয়ে
ন বম্যাং শুক্লপক্ষে চ
বাসরে মঙ্গল শুভে

সর্পঋক্ষে চ মধ্যাহ্নে
জানকী জনকালয়ে
আবির্ভূতা স্বয়ং দেবী
যোগেষু শোভনেষুচ

নমঃ সর্ব মঙ্গল্যে
শিবে সর্ব্বাথ্যসাধিকে
শরণ্যে ত্রম্বক্যে গৌরী
নারায়ণী নমস্তুতে

বিপত্তারিণী পুষ্পাঞ্জলি মন্ত্র

দূর্গান্ শিবান্ শান্তিকরিং ব্রক্ষাণি ব্রক্ষণ্যপ্রিয়াং
সব্বোলোকঃ প্রণিতিঞ্চ প্রণমামি
সদাশিবান্ মঙ্গলাং শোভনাং
শুদ্ধাং নিস্কলাং পরমাস্কলাং বিশ্বেশ্বরীং
বিশ্বমাতাং চন্ডীকাং প্রণমাম্যহম
এই পুষ্পাঞ্জলি গৃহাণ পরমেশ্বরী
বিপদতারিণী চন্ডীকায়ৈঃ নমঃ

বিপত্তারিণী প্রণাম মন্ত্র

সর্বমঙ্গল মাঙ্গল্যে শিখে সর্বার্থ সাধিকে 
শরণ্যে ত্রম্ব্যকে গৌরি নারায়ণী নমস্তুতে 
সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী 
গুনাশ্রয়ে গুনময়ে নারায়নি নমোহস্তুতে 
শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়নে
সর্বস্যার্তি হরে দেবী নারায়ণী নমোহস্তুতে 


কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

Blogger দ্বারা পরিচালিত.