গণেশ পূজার মন্ত্র: ধ্যান, প্রণাম, পুষ্পাঞ্জলি মন্ত্র

গণেশ পূজার মন্ত্র: গণেশ পূজার মন্ত্রগুলি ভগবান গণেশের প্রতি শ্রদ্ধা ও প্রণাম জানাতে ব্যবহৃত হয়। এর মধ্যে ধ্যান, প্রণাম ও পুষ্পাঞ্জলি মন্ত্র অন্তর্ভুক্ত। এই মন্ত্রগুলি পাঠ করলে সকল বাধা-বিপত্তি দূর হয় এবং সিদ্ধি ও কল্যাণ লাভ হয়। পূজার সময় সঠিকভাবে মন্ত্রগুলি উচ্চারণ করা গুরুত্বপূর্ণ।

গণেশ পূজার মন্ত্র: ধ্যান, প্রণাম, পুষ্পাঞ্জলি মন্ত্র

গণেশ পূজার মন্ত্র

ওঁ শ্রী গণেশায় নমঃ
বা ওঁ গাং গণেশায় নমঃ
ওঁ শ্রী গণেশায় নমঃ’
বা ‘ওঁ গাং গণেশায় নমঃ

(পুজো শুরুর আগে এই মন্ত্রটি তিনবার পাঠ করবেন এবং পাঠ করে পুজো শুরু করবেন)

গণেশের ধ্যান মন্ত্র

ওঁ খর্বং স্থূলতনুং গজেন্দ্রবদনং
লম্বোদরং সুন্দরং
প্রস্যন্দম্মদগন্ধলুব্ধ
মধুপব্যালোলগণ্ডস্থলম্
দন্তাঘাত বিদারিতারিরুধিরৈঃ
সিন্দুরশোভাকরং
বন্দেশৈল সুতাসুতং গণপতিং
সিদ্ধিপ্রদং কামদম্

গণেশের প্রণাম মন্ত্র

একদন্তং মহাকায়ং
লম্বোদর গজাননম
বিঘ্নবিনাশকং দেবং
হেরম্বং পনমাম্যহম
ওঁ সর্ববিঘ্ন বিনাশয়
সর্বকল্যাণ হেতবে
পার্বতী প্রিয় পুত্রায়
গণেশায় নমো নমঃ
বিঘ্নেশ্বরায় বরদায় সুরপ্রিয়া
লম্বোদরায় সকলে জগৎদ্বয়
নাগননাথ শ্রুতযজ্ঞ বিভূষিতয়
গৌরীসুর গণনাথ নমৌ নমস্তুতে
একদন্তায় শুদ্ধায়
সুমুখায় নমো নমঃ
প্ৰপন্নজন পালায়
প্রনতার্তি বিনাশিনে

গণেশের পুষ্পাঞ্জলি মন্ত্র

বিঘ্নেশ্বরায় বরদায় সুরপ্রিয়া
লম্বোদরায় সকলে জগৎদ্বয়
নাগননাথ শ্রুতযজ্ঞ বিভূষিতয়
গৌরীসুর গণনাথ নমৌ নমস্তুতে
একদন্তায় শুদ্ধায়
সুমুখায় নমো নমঃ
প্ৰপন্নজন পালায়
প্রনতার্তি বিনাশিনে
Blogger দ্বারা পরিচালিত.