মা দুর্গার মন্ত্র: ধ্যান, পুষ্পাঞ্জলি ও প্রণাম মন্ত্র

মা দুর্গার মন্ত্র: দুর্গা পূজার মন্ত্রগুলি বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এগুলি প্রজন্মের পর প্রজন্মে চলে আসছে, যা আমাদের সাংস্কৃতিক পরিচয়কে সংরক্ষণ করে। মন্ত্রগুলি দেবী দুর্গার শক্তি এবং আশীর্বাদ আহ্বান করার জন্য ব্যবহৃত হয়। এই মন্ত্রগুলি দেবীর প্রতি ভক্তির প্রকাশ এবং তাঁর সঙ্গে আধ্যাত্মিক সংযোগ স্থাপন করে।

মা দুর্গার মন্ত্র: ধ্যান, পুষ্পাঞ্জলি ও প্রণাম মন্ত্র

মা দুর্গার ধ্যান মন্ত্র 

জটাজুটসমাযুক্তাম্ অর্দ্ধেন্দুকৃতশেখরাম্
লোচনত্রয়সংযুক্তাং পুর্ণেন্দুসদৃশাননাম্
তপ্তকাঞ্চনবর্ণাভাং সুপ্রতিষ্ঠাং সুলোচনাম্
নবযৌবনসম্পন্নাং সর্ব্বাভরণভূষিতাম্
সুচারুদশনাং তীক্ষ্ণাং পীনোন্নতপয়োধরাম্
ত্রিভঙ্গস্থানসংস্থানাং মহিষাসুরমর্দিনীম্
মৃণালায়তসংস্পর্শ-দশবাহুসমন্বিতাম্
ত্রিশূলং দক্ষিণে ধ্যেয়ং খড়গং চক্রং ক্রমাদধঃ
তীক্ষবাণং তথা শক্তিং দক্ষিণেষু বিচিন্তয়েৎ
খেটকং পূর্ণচাপঞ্চ পাশমেঙ্কুশমেব চ
ঘণ্টাং বা পরশুং বাপি বামতঃ সন্নিবেশয়েৎ
অধস্তান্মহিষং তদ্বদ্বিশিরস্কং প্রদর্শয়েৎ
শিরশ্ছেদোদ্ভবং তদ্বদ্দানবং খড়গপাণিনম্
হৃদি শূলেন নির্ভিন্নং নিৰ্য্যদন্ত্ৰবিভূষিতম্
রক্তরক্তীকৃতাঙ্গঞ্চ রক্তবিস্ফুরিতেক্ষণম্
বেষ্টিতং নাগপাশেন একুটীভীষণাননম্
সপাশবামহস্তেন ধৃতকেশঞ্চ দুৰ্গয়া
বমদ্রুধিরবজ্রঞ্চ দেব্যাঃ সিংহং প্রদর্শয়েৎ
দেব্যাস্ত দক্ষিণং পাদং সমং সিংহোপরিস্থিতম্
কিঞ্চিদুৰ্দ্ধং তথা বামমঙ্গুষ্ঠং মহিষোপরি
সূয়মানঞ্চ তদ্রুপমমরৈঃ সন্নিবেশয়েৎ
প্রচন্ডবদনাং দেবীং সর্বকামফলপ্রদাং
উগ্রচণ্ড প্রচণ্ড চ চন্দোগ্রা চন্দনয়িকা
চণ্ডা চণ্ডবতী চৈব চণ্ডরূপাতিচণ্ডিকা
আভিঃ শক্তিভিরষ্টাভিঃ সততং পরিবেষ্টিতাম্
চিন্তয়েজ্জগতাং ধাত্রীং ধৰ্ম্মকামার্থমোক্ষদাম্

মা দুর্গার পুষ্পাঞ্জলি মন্ত্র 

নমঃ বিষ্ণুঃ 
নমঃ বিষ্ণু
নমঃ বিষ্ণু
নমঃ অপবিত্রঃ পবিত্রো বা 
সর্বাবস্থাং গতো হপি বা
যঃ স্মরে পুন্ডরীকাক্ষং 
সবাহ্যাভ্যন্তরঃ শুচিঃ
নমঃ সর্বমঙ্গলমঙ্গল্যং 
বরেণ্যং বরদং শুভম্
নারায়ণং নমস্কৃত্য 
সর্বকর্ম্মাণি কারয়েত্

এতে গন্ধপুষ্পে নমঃ নারায়ণায় নমঃ
এতে গন্ধপুষ্পে নমঃ শ্রীগুরবে নমঃ,
এতে গন্ধপুষ্পে নমঃ শ্রীগণেশায় নমঃ
এতে গন্ধপুষ্পে নমঃ দুর্গায়ৈ নমঃ

এতে গন্ধপুষ্পে নমঃ শিবায় নমঃ
এতে গন্ধপুষ্পে নমঃ লক্ষ্মীদেবৈ নমঃ,
এতে গন্ধপুষ্পে নমঃ সরস্বতৈ নমঃ,
ওমে সুগন্ধি ফুল, ওমে কার্তিকা

এতে গন্ধপুষ্পে 
নমঃসর্বদেবদবীভ্যোনম
নমঃ আয়ুদেহি যশো দেহি 
ভাগ্যং ভগবতি দেহি মে
পুত্রান্ দেহি ধনং দেহি
 
সৰ্ববান্ কামাশ্চ দেহি মে
হর পাপং হর ক্লেশং 
হর শোকং হরাসুখম্
হর রোগং হর ক্ষোভং 

হর মারীং হরপ্রিয়ে
সংগ্রামে বিজয়ং দেহি 
ধনং দেহি সদা গৃহে
ধৰ্ম্মার্থকামসম্পত্তিং দেহি 

দেবী নমোস্তু তে
এষ সচন্দন 
পুষ্পবিল্বপত্রাঞ্জলিঃ

নমঃ দক্ষযঞ্জ বিনাশিন্যে 
মহাঘোরায়ৈ যোগিনী
কোটিপরিবৃতায়ৈ ভদ্রকাল্যৈ 
ভগবত্যৈ দুর্গায়ৈ নমঃ

নমঃ মহিষগ্নি মহামায়ে 
চামুন্ডে মুন্ডমালিনি
আয়ুরারোগ্য বিজয়ং 
দেহি দেবী নমোস্তুতে

নমঃ সৃষ্টিস্তিতিবিনাশানাং 
শক্তিভূতে সনাতনি
গুণাশ্রয়ে গুণময়ে 
নারায়ণি নমোস্তু তে

নমঃ শরণাগতদীনাত 
পরিত্রাণপরায়ণে
সর্বস্যাতিহরে দেবী নারায়ণি 
নমোস্তু তে
এষ সচন্দন
পুষ্পবিল্বপত্রাঞ্জলিঃ

নমঃ দক্ষযঞ্জ বিনাশিন্যে 
মহাঘোরায়ৈ যোগিনী
কোটিপরিবৃতায়ৈ ভদ্রকাল্যৈ 
ভগবত্যৈ দুর্গায়ৈ নমঃ

কালি কালি মহাকালি 
কালিকে কালরাত্রিকে
ধম্মকামপ্রদে দেবি নারায়ণি 
নমোস্তু তে

লক্ষ্মি লজ্জে মহাবিদ্যে 
শ্রদ্ধে পুষ্টি স্বধে ধ্রুবে
মহারাত্রি মহামায়ে 
নারায়ণি নমোস্তু তে

বিশ্বস্যোপরতৌ শক্তে 
নারায়ণি নমোস্তু তে
কলাকাষ্ঠাদিরূপেণ 
পরিণামপ্রদায়িনি
এষ সচন্দন
পুষ্পবিল্বপত্রাঞ্জলিঃ

নমঃ দক্ষযঞ্জ বিনাশিন্যে 
মহাঘোরায়ৈ যোগিনী
কোটিপরিবৃতায়ৈ ভদ্রকাল্যৈ 
ভগবত্যৈ দুর্গায়ৈ নমঃ

  মা দুর্গার প্রণাম মন্ত্র

সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে
শরণ্যে ত্র্যম্বকে গৌরি 
নারায়ণি নমোস্তু তে
জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী
দুর্গা শিবা ক্ষমা ধাত্রী 
স্বাহা স্বধা নমোস্তু তে
সর্বস্বরূপে সর্বেশে 
সর্বশক্তিসমন্বি তে
ভয়েভ্যস্ত্রাহি নো দেবি দুর্গে 
দেবি নমোস্তু তে

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

Blogger দ্বারা পরিচালিত.